WHO WE ARE

Our schools & colleges are committed to provide intellectual, social, cultural and economic benefits to communities through programs of education, co-curriculum activities, research and scholarships. Our schools & colleges are delivering world class education and research in the national education system of Bangladesh. Moreover, it has been involved in the next practice in the form of world citizenship education and makes an innovative and creative system for smart and enlightened generation.

OUR MISSION

At Aftab Uddin School & College, our mission is to be a beacon of intellectual, social, cultural, and economic empowerment within our communities. We are committed to providing a transformative educational experience that extends far beyond the classroom. Our schools and colleges are dedicated to nurturing the holistic development of our students through a blend of rigorous academics, enriching co-curricular activities, pioneering research, and scholarships.

In the heart of Bangladesh's national education system, we stand as a bastion of world-class education and research. We continuously strive to set new standards and lead by example, embracing the principles of world citizenship education. Through innovation and creativity, we are crafting a dynamic educational system that fosters smart, enlightened, and forward-thinking generations, poised to make a positive impact on our world. We are Aftab Uddin School & College, shaping the future one enlightened mind at a time.

 

প্রতিষ্ঠাকালীন ইতিহাস

স্বতন্ত্র চিন্তা চেতনা ও শিক্ষার মহান আদর্শে উজ্জীবিত হয়ে বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী, মহাত্মা আলহাজ্ব জহুরুল ইসলাম তাঁর নিজ জন্মস্থানে সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানসে ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি তাঁর পিতা মরহুম আলহাজ্ব আফতাব উদ্দিন আহাম্মদের স্মৃতি রক্ষার্থে তাঁর নামানুসারে ছায়া সুনিবিড় মনোরম প্রাকৃতিক পরিবেশে আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব খান মুহাম্মদ সালেক যিনি প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের সভাপতি এবং বাবু মন্মথ চক্রবর্তী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩.৫৫ একর জমি নিয়ে প্রতিষ্ঠানটি ইউ শেপ নিজস্ব ভবন, ছাত্রাবাস, শিক্ষকদের কোয়ার্টার, স্কুল প্রাচীর এবং মূল গেটের বিপরীতে ২.০০ একরের বেশি জায়গায় একটি শান বাঁধানো ঘাট বিশিষ্ট পুকুর নিয়ে নির্মিত হয়। ১৯৮৬ সালে ৮ম শ্রেণি পর্যন্ত অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে রাজনীতিমুক্ত, সুস্থ পরিবেশ, কঠোর নিয়ম-শৃঙ্খলা, সর্বোপরি পাঠদানের ক্ষেত্রে আন্তরিকতা ও প্রকৃত মানুষ গড়ার প্রয়াসে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অর্জন

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের যেমন রয়েছে একাডেমিক সাফল্য তেমন রয়েছে সহশিক্ষাক্রমিক কার্যক্রমে ঈর্ষণীয় অর্জন। প্রতি বছরই বিভিন্ন পাবলিক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা প্রায় শতভাগ পাসসহ সর্বোচ্চ এ+ পেয়ে জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ম স্থান অর্জনের সফলতা ধরে রেখেছে। আরো উল্লেখযোগ্য অর্জনগুলো হলোঃ

  • বাংলাদেশ টেলিভিশনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ,
  • শিশু একাডেমি, ঢাকায় ‘ইতিহাস কথা কয়’ গীতি নাট্য মঞ্চস্থ,
  • স্কাউটিংয়ে প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন,
  • ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড-২০২০-২২ এ সারা দেশে ৩য় স্থান অর্জন,
  • ২০১৫ সালে আইসিটিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,
  • সেরা কন্টেণ্ট নির্মাতা,
  • ২০১৭-১৯ ও ২০২২ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান,
  • ২০১৬ সালে আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ শাখা),

জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণসহ বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড এর পুরস্কার অর্জনসহ উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অসাধারণ মেধার সাক্ষর রেখে চলেছে।

Why Choose Our Institution?

Choosing an institution for your educational journey is a significant decision, and we understand that you have options. At Aftab Uddin School & College, we're not just an educational institution; we're a community that empowers you to reach your full potential and make a meaningful impact on the world. Join us on this exciting educational journey where your future begins.

Academic Excellence

We are committed to providing a world-class education that prepares students for success in a rapidly evolving global landscape. Our dedicated faculty, rigorous curriculum, and state-of-the-art facilities ensure that you receive the highest quality education.

Holistic Development

We believe in nurturing well-rounded individuals. Beyond academics, we offer a wide range of co-curricular activities, including sports, arts, and community engagement, to help you develop leadership skills, character, and a sense of social responsibility.

Scholarships and Financial Support

We are committed to making education accessible. We offer a range of scholarships and financial aid options to support students from diverse backgrounds in pursuing their dreams.


 

Proven Track Record

Our institution has a long history of academic excellence and a track record of producing graduates who excel in various fields, whether it's academia, business, or beyond.

Skilled Lecturers

Our faculty includes skilled lecturers who are experts in their fields, ensuring that you receive top-notch instruction and mentorship.

Lab & Library

Our well-equipped laboratories and extensive library resources provide a dynamic learning environment where you can explore, experiment, and delve deep into your areas of interest.